টুইটারে উন্নতমানের ভিডিও আপলোডের সুবিধা আসছে

২৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:২২  
আগামীতে নতুন ভিডিও আপলোডে কম পিক্সেলেটেড এবং উন্নতমানের ভিডিও প্রকাশ করা যাবে বলে জানিয়েছে টুইটার। অফিশিয়াল টুইটার সাপোর্ট অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেট। টুইটার জানিয়েছে, শুরু থেকেই ভিডিও মান খারাপ হওয়ার পিছনে একটি ত্রুটি ছিলো। এই ত্রুটি সংশোধন করে ওয়েবসাইট আপডেট করা হয়েছে। পূর্বে ভিডিও আপলোডের সময় প্রি-প্রসেসিং হয়ে ভিডিওর মান খারাপ হতো, সেই ধাপ এখন বাদ দেয়া হয়েছে। এই প্রি-প্রসেসিংয়ের ফলে সহজেই অনেক ভিডিও আপলোড করা যেতো, তবে ভিডিওর মান কমে যেতো। তবে নতুন পরিবর্তনটি টুইটার মিডিয়া স্টুডিওতে এখন পর্যন্ত চালু করা হয়নি, যে টুলটির মাধ্যমে আপলোড করা সকল মিডিয়াতে অ্যাক্সেস করা যায়। এছাড়া নতুন ভিডিও আপলোডে এই সুবিধা পাওয়া গেলেও পুরাতন ভিডিওতে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি